অনলাইন ডেস্ক: ‘কানের ট্রেলারটি তৈরি হয়েছিল মাত্র ১৩ দিনে। ভিজ্যুয়াল ইফেক্টসের (ভিএফএক্স) কাজ এখনো বাকি। অন্যান্য অনেক কাজও বাকি আছে। আমি এখন শুধু এটুকুই বলতে পারি যে, এটা অফিসিয়াল ট্রেলার নয়। আমরা কয়েক দিনের মধ্যে অফিসিয়াল ট্রেলার প্রকাশ করব।’
ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মাণ করেছেন ‘মুজিব’ সিনেমা। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে।
তবে এবার সেই সমালোচনা নিয়ে মুখ খুলেছেন ছবিটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভ। এক গণমাধ্যমে সাক্ষাৎকারে শুভ বলেন, ‘এ ট্রেলারটি অফিসিয়াল নয়।
কান উৎসবের জন্য তৈরি করা হয়েছে মাত্র ১৩ দিনের মধ্যে। ছবির পোস্ট প্রোডাকশনের কাজ এখনো চলছে। সুতরাং চলচ্চিত্রটি মুক্তি না পাওয়া পর্যন্ত বোঝা যাবে না ছবিটি আসলে কেমন।’
ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে শুভ বলেন, ‘ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনেক বিদেশি ডিরেক্টর ও অতিথি উপস্থিত ছিলেন। জার্মানিসহ বেশ কয়েকজন ডিরেক্টর ট্রেলার প্রকাশ পরবর্তী পার্টিতে বললেন, ‘স্পিচ অফ দ্য ডে’।