24 C
Dhaka
Monday, January 6, 2025

এবার ফ্যাশন ডিজাইনার

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

শৈশবে “ভাত দে” ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা, এরপর নায়িকা না হয়ে গায়িকা হওয়া। অতঃপর বাবা আলমগীর পরিচালিত “একটি সিনেমার গল্প” ছবিতে অসাধারণ প্লেব্যাক করে গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে অনন্য রেকর্ড তৈরি করেন জনপ্রিয় কণ্ঠতারকা আঁখি আলমগীর।

সুন্দরী–সুরেলা এই তুমুল জনপ্রিয় গায়িকা এবার ফ্যাশন ডিজাইনার হিসেবে আবির্ভূত হলেন। ২২ জুন ( মঙ্গলবার ) দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি ভিডিও আপলোড করে নিজের ফ্যাশন ডিজাইনার হওয়া এবং অনলাইন ফ্যাশন হাউজ চালু করার কথা জানান দেন।

তার এই ফ্যাশন হাউজের নাম রেখেছেন “মখমল”। আপলোড করা ভিডিওতে নিজের ডিজাইন করা শাড়িতে আঁখির সঙ্গে মডেল হয়েছেন তার বড় মেয়ে স্নেহা।

এই প্রসঙ্গে রাতেই আঁখির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমার ছোট বেলা থেকেই একটা শখ ও স্বপ্ন ছিল পোশাক ডিজাইন করার।

পরিণত বয়সে সবাই আমার পোশাক বিশেষ করে শাড়ি নিয়ে অনেক প্রশংসা করেন। তারা আমি যেমন শাড়ি পরি, অমন শাড়ি চান। তাই নিজেই এবার ডিজাইনার হলাম।

মখমল আপাতত অনলাইন বেইজ ফ্যাশন হাউজ হিসেবে চালু হলো। করোনা পরিস্থিতি ভালো হলে আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে। প্রথমবারের মতো বড় মেয়ে স্নেহার সঙ্গে ভিডিওতে মডেল হলাম।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর