25 C
Dhaka
Monday, January 13, 2025

একাত্তরের দিনগুলো

চাকুরির খবর

একাত্তরের দিনগুলো
___সালাহ উদ্দিন

একাত্তর মানে মুক্তিযুদ্ধ,
পরাধীনতা হতে দেশকে মুক্ত।
একাত্তর দেখেছি, যুদ্ধ কি বুঝেছি,
কত না বোমা এবং গুলির শব্দ শুনেছি।
বয়সের পূর্ণতার কারণ,
যুদ্ধে করতে পারিনি অংশগ্রহণ।

বয়স ছিল মাত্র সাত কিংবা ছয়,
এ বয়সে কি যুদ্ধে অংশগ্রহণ হয়?
মুক্তিযোদ্ধারা যখন আসত মোদের বাড়ি,
মা-বোনেরা দিয়েছে চাল-ডাল তরিতরকারি।
মা বোনদের সাথে,
আমিও দুই একটি নিতাম হাতে।
মুক্তিযোদ্ধাকে পান করায়েছি পানি,
মাথায় হাত বুলিয়ে দিয়েছে মুক্তিবাহিনী।
পাক সেনারা যখন করতো আক্রমণ,
মা বাবার হাত ধরে করতাম পলায়ন।
বিমান যখন উড়তো আকাশেতে,
দৌড়াইয়া পলাইতাম গুহাতে।

পুড়িয়ে দিয়েছিল মোদের বাড়ি,
কত যে সময়ে রয়েছি অনাহারী।
খোলা আকাশটা ছিল বিছানা,
বাঁচব কি না তার ছিল না সম্ভাবনা।
যুদ্ধে অংশগ্রহণের কারণে মুক্তিযোদ্ধা,
সহায়তার কারণে হয়েছে সহ-মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধারা দেশের জন্য বাজি রেখে ছিল প্রাণ,
তাই মুক্তিযোদ্ধাদেরকে দিতে হবে সর্বোচ্চ সম্মান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর