25 C
Dhaka
Saturday, January 18, 2025

উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

চাকুরির খবর

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিটইউনিয়ন লিমিটেডের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সাধারণ সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি সাহেব আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব-এর জেলা ব্যবস্থাপক মোঃ শাহিনুল হাসান, শালিখা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি বাহারুল ইসলাম, মহম্মদপুর উপজেলা চাকরিজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, সমবায় পরিদর্শক চিরঞ্জব ঘোষ প্রমুখ।

শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুল, শ্রীপুর কালব-এর সহ-সভাপতি সহকারী অধ্যাপক সরিফুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, শিক্ষক নেতা টিপু সুলতান ও মোঃ মনোয়ার হোসেন, উপজেলা কাল্ব-এর ব্যবস্থাপক মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষকঅংশ নেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর