অনলাইন ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগেই পরিশোধ করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান।
বেতন-বোনাসকে কেন্দ্র করে কেউ যেন কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর সুযোগ না পায়, সে ব্যাপারেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন তিনি।
ডিএমপি প্রধান বলেন, সড়কের ওপর গরুর হাট যেন বসতে না পারে, সে জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব বিষয়ে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
গরুর হাট কিংবা অন্যান্য কেনাকাটায় ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি এড়াতে প্রতিটি হাটে থাকবে জালনোট শনাক্তকরণ মেশিন। হাটের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার কথাও জানানো হয়েছে।
ঈদের ছুটিতে যারা গ্রামে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাবেন, তাদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে রেখে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
নগদ টাকা বা গয়না খালি বাসায় না রেখে ব্যাংক বা নিকট আত্মীয়ের কাছে রেখে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।
কমিশনার আরও বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকার নিরাপত্তায় তিন স্তরের ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।