19 C
Dhaka
Sunday, January 19, 2025

ইসলামপুরে উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক মডেল মসজিদ

জামালপুর প্রতিনিধি

চাকুরির খবর

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন মডেল মসজিদের নির্মান কাজ প্রায় শেষ দিকে।

ইসলামপুর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু এখন দ্বিতল অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন মডেল মসজিদ। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কবে উদ্ভোধন আর কখন নামাজের জন্য দ্বার উন্মোচিত করা হবে। শেখ হাসিনা হেলথ্ টেকনোলজি ও ইসলামপুর পৌরসভার পার্শ্বে নান্দনিক এই মসজিদটির অবস্থান।

উপজেলার উন্নয়নের কান্ডারী, মাটি ও গনমানুষের নেতা (১৩৯-জামালপুর-২) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান এর প্রচেষ্টায় নান্দনিক এই মসজিদটি তৈরির কাজ প্রায় শেষের দিকে।

স্থানীয় কয়েকজন ব্যক্তির সাথে কথা বললে তারা আনন্দিত ও উৎসাহ প্রকাশ করে বলেন, এই রকম মসজিদ এখানে হবে এটা প্রথমে ভাবতেই পারিনি। তবে এত সুন্দর মসজিদ তৈরি হয়ে বেশ ভালো লাগছে।

জানা যায়, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই মডেল মসজিদে থাকছে এক সাথে ৮ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থার পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

নারী ও পুরুষের জন্য রয়েছে পৃথক অজুর স্থান, লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। আরও থাকছে শিশু শিক্ষা, হজযাত্রীদের নিবন্ধনকেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়াও মসজিদের আন্ডারগ্রাউন্ডে রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা ।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি অর্থায়নে ৮ হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর