25 C
Dhaka
Saturday, January 18, 2025

ইসলামপুরের গোয়ালের চর ইউপি নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ রুহুল আমীন

চাকুরির খবর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ এম. এ. রুহুল আমীন।

আগামী নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে তিনি জেলা আ.লীগের কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন। 
জানা যায়, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী এম. এ. রহুল আমীন সভারচর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। তার বাবার নাম আবুল হোসেন, মায়ের নাম বানেছা বেগম।

রুহুল আমীন ওই ইউনিয়নস্থ সভারচর মহাবিদ্যালয়ে অধ্যক্ষ হিসেবে কর্মরত। তিনি ছাত্রাবস্থা থেকে আ.লীগের রাজনীতিতে সম্পৃক্ত। তিনি ১৯৯৬ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, ২০০৪ থেকে ২০১০  সাল পর্যন্ত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

২০১২ সাল থেকে অধ্যবধি পর্যন্ত ইউনিয়ন যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পদ আসীন রয়েছেন অধ্যক্ষ রুহুল আমীন। পরবর্তীতে ২০১৭ সাল থেকে অধ্যবধি উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি, জেলা তাঁতী লীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন। 

অধ্যক্ষ রুহুল আমীন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি চরাঞ্চলে শিক্ষার মানবৃদ্ধি জনসেবা মূলক কাজ করে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসীর ডাকে তিনি চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন।

মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি, বালবিয়েমুক্ত গোয়ালের চরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ার প্রত্যয় নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন, এমন দাবি অধ্যক্ষ রুহুল আমীনের।

তরুণ উদীয়মান সমাজ সেবক অধ্যক্ষ এম. এ. রহুল আমীন জানান, ‘দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। বাকি জীবনটাও এই দলের কর্মী হিসেবে থাকতে চাই।

আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাবো।’

রুহুল আমীন আরও জানান, দল তাকে মনোনয়ন দিলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ইউনিয়নের প্রতিটি গ্রামকে উন্নয়নের রোল মডেল হিসেবে ভূমিকা রাখবেন তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর