লক্ষ্মীপুর প্রতিনিধি: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ সভা ১৬ মার্চ (মঙ্গলবার) লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক আবদুস সাত্তার, অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেসবাহ উদ্দিন বাপ্পী, সহকারী কমিশনার (ভূমি) সদর অমিত রায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক সামছুল আলম পাটোয়ারী প্রমুখ।
কর্মশালায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, এনজিও, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিকরণ, মা ইলিশ ও জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অভয়ারশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশ উৎপাদন বৃদ্ধিকরণ, জেলেদের বৈধ জাল বিতরন ও ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে ইলিশ ও জাটকা সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির জন্য এই প্রকল্পের উদ্দেশ্যে।