25 C
Dhaka
Saturday, January 18, 2025

ইথারে ভাসছে মাহির দ্বিতীয় স্বামীর নাম

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

প্রথম বিয়ে ভাঙনের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় বিয়ের গুঞ্জনে ভাসছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর নতুন বিয়ের গুঞ্জনের মধ্যেই প্রথম স্বামী মাহমুদ পারভেজ অপুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।

জানা যায়, গেলো ২০ জুন (রোববার) মাহির নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া ওই স্ট্যাটাসটির সঙ্গে দাম্পত্য জীবনের ‘সুখের সময়ের’ একটি ছবিও পোস্ট করেছেন।

ওই পোস্টে মাহি লেখেন, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না। আমি তো তোমার দিকেই চেয়ে থাকি, চোখ তো অন্যদিকে যায় না।’ এই লেখার শেষে একটি দুঃখসূচক ইমোজি জুড়ে দেন তিনি।

জানা যায়, সিলেটের মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালের ২৫ মে অনেকটা আকস্মিক বিয়ে করেন মাহিয়া মাহির। তবে এই দম্পতির পাঁচ বছরের সংসার জীবনের অবসানের খবর জানা যায়, ২২ মে নিজের ফেসবুকে মাহির বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে।

কিন্তু অপুর সঙ্গে ছাড়াছাড়ির এক মাস পার না হতেই মাহির নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে জোরেশোরে। তার দ্বিতীয় বিয়ের পাত্রের নামও ইথারে ঘুরে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে, গাজীপুরের তরুণ রাজনীতিক ও ব্যবসায়ী রাকিব সরকারকে নাকি মাহি বিয়ে করেছেন।

তবে বিয়ের বিষয়টি গণমাধ্যমে অস্বীকার করেছেন এই নায়িকা। এই বিষয়ে মাহি বলেন, আমি বিয়ে করিনি, বিয়ের খবরটি একেবারে ভুয়া। তবে রাকিব সরকারকে নিজের অনেক অনেক ভালো বন্ধু বলে স্বীকার করেছেন মাহি।

ছায়াছন্দ

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর