16 C
Dhaka
Sunday, January 19, 2025

ইউপি চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীর শোডাউন

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী মৃনাল কান্তি বিশ্বাসের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে অনুষ্ঠিত শোডাউনে ডুমুরিয়া ইউনিয়নর কয়েক হাজার মানুষ স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নেন। মৃৃণাল কান্তি বিশ্বাস ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এদিন শতাধিক ভ্যানে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা থেকে শোডাউনটি শুরু হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল শেখের কার্যালয় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়েরের বাড়িতে গিয়ে শেষ হয়।

এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শোডাউনে অংশ নেয়া নেতাকর্মীরা ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান পদে মৃনাল কান্তি বিশ্বাসকে নৌকার মাঝি হিসাবে দেখতে চেয়ে স্লোগান দেন।

ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মৃনাল কান্তি বিশ্বাস বলেন, ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান পদে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

নির্বাচনী শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণ করে প্রমাণ করলো মানুষ আমাকে সুযোগ দিতে চায়। দলীয় মনোনয়ন পেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আধুনিক ডুমুরিয়া ইউনিয়ন করতে চাই। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের চাওয়া পূরণ করবেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর