অনলাইন ডেস্ক: রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রুশিয়া ওয়ানকে পুতিন বলেছেন, ‘পরিস্থিতি বেশ ইতিবাচক। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জেনারেল স্টাফের নির্ধারিত কাঠামো এবং পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে।’ পুতিন আরও যোগ করেন, ‘আমি আশা করি সেনারা যুদ্ধের মাধ্যমে আমাদের আরও সন্তুষ্ট করবে। ’
গত শুক্রবার রুশ বাহিনী দাবি করে পূর্ব ইউক্রেনের সোলেদার শহর দখল করেছে তারা। টানা কয়েক মাস যুদ্ধক্ষেত্রে ধাক্কা খাওয়ার পর এটি রুশ সেনাদের সবচেয়ে বড় সাফল্য।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনে তাদের অভিযানে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এ বিজয়ের ফলে রুশ সৈন্যরা নিকটবর্তী বাখমুট শহরে ইউক্রেনীয় রসদপত্র পাঠানোর পথটি বিচ্ছিন্ন করে দিতে পারবে।
পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের জন্য রসদপত্র সরবরাহের একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পথের ওপর বাখমুট শহরটির অবস্থান।
এর নিয়ন্ত্রণ দখল করতে পারলে রাশিয়া জায়গাটিকে ক্রামাটরস্ক ও স্লোভিয়ানস্কের মত দুটি বড় শহরের দিকে এগিয়ে যাবার জন্য একটি ভিত্তি তৈরি করতে পারবে।
রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ পরিকল্পনা অনুযায়ী চলছে। পুতিন এমন মন্তব্য তখন করলেন, যখন রুশ বাহিনী ইউক্রেনের দনবাস প্রদেশের সোলেদার শহর দখলের দাবি করেছে।