রাঙামাটি প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে স্থানীয় ব্যাবসায়ীদের সাথে রাঙামাটি জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল কৃষ্ণ প্রসাদ মল্লীক, জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
সভায়, জেলা প্রশাসক ব্যাবসায়ী নেতাদের বলেন, আসন্ন রমজানে কোন ভাবে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না করা হয় সেবিষয়ে আপনারা সজাক থাকবেন।
রমজানে সব সময় বাজার মনিটরিং এর দায়িত্বে আমাদের মোবাইল কোর্ট টিম মাঠে থাকবে। যদি কারো বিরুদ্ধে দ্রব্য মূল্য বৃদ্ধি নেয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।