24 C
Dhaka
Tuesday, November 26, 2024

আলোচনায় বাহাউদ্দিন নাছিম

চাকুরির খবর

ঢাকা-১৪ সহ শূন্য হওয়া চারটি সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে আজ। নির্বাচন কমিশন, ঢাকা-১৪ সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনের দিন ১৪ জুলাই নির্ধারণ করেছে।

আর লক্ষীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জুন। তবে, চারটি সংসদীয় আসনের মধ্যে ঢাকা-১৪ নিয়েই আলোচনা তুঙ্গে। আগামী ১৫ জুনের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। ১৭ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুতে এই আসন শূন্য হয়েছিল। অন্য তিনটি আসনের চেয়ে এই আসন নিয়ে আওয়ামী লীগের আগ্রহ একাধিক কারণে।

প্রথমত, এই আসনটি ঢাকা মহানগরীতে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের একাধিক হেভিওয়েট নেতা এই আসনে আগ্রহী। আওয়ামী লীগও অন্যান্য আসনগুলোর চেয়ে এই আসনের ব্যাপারে বেশি মনোযোগী।

বিএনপি আগেই ঘোষণা করেছে, তারা এই সব উপনির্বাচনে অংশগ্রহণ করছে না। ফলে, এই উপনির্বাচনগুলো স্রেফ আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। যে আওয়ামী লীগের মনোনয়ন পাবে, তার বিজয় সুনিশ্চিত।

আর এ কারণেই ঢাকা-১৪ আসনের মাধ্যমে আওয়ামী লীগ তার রাজনৈতিক বিন্যাস ও মেরুকরণ করতে চাইছে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পর ঢাকা মহানগরীর আওয়ামী লীগ এক রকম অভিভাবকহীন।

দুই মেয়র আওয়ামী লীগের হলেও তারা মাঠের নেতা নন। হানিফ-মায়া যুগের পর ঢাকা যেন নেতৃত্ব শূন্যতায় ভুগছে। আবার গত নির্বাচনে, নানা হিসেবে নিকেশের কারণে আওয়ামী লীগের পরিশ্রমী কর্মঠ বেশ কয়েকজন নেতাকে মনোনয়ন দেয়া হয়নি। এদের একজন বাহাউদ্দিন নাছিম। ২০১৪র নির্বাচনে নাছিম মাদারীপুর থেকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। 

কিন্তু মাদারীপুরে অনেক নেতার কারণে সেখানে ভারসাম্যের সমস্যা হয়েছে। ২০১৯ সালের কাউন্সিলে বাহাউদ্দিন নাছিমকে সাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম সাধারন সম্পাদক করা হয়।

ক্রমশ আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ত্যাগী, পরিশ্রমী এবং দলের স্বার্থে সব কিছু উজাড় করে দেয়ার মানসিকতা রয়েছে তার।

আর এজন্যই ঢাকা মহানগরীকে সংগঠিত করার দায়িত্ব দেয়া হতে পারে বাহাউদ্দিন নাছিমকে। আর সেটা করার জন্যই ঢাকা-১৪ আসনে তাকে প্রার্থী ভাবা হচ্ছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ঢাকা-১৪ আসনে নাছিমের নামই বেশি আলোচনায়। তবে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেয়া হবে তা চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর