অনলাইন ডেস্ক: গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ পরিচালনা করে বেশ নজর কাড়েন তিনি। এরপরে সুপার ফোরেও ফের সুযোগ পান ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ে। হাইভোল্টেজ ম্যাচে গ্রুরত্বপূর্ণ মুহূর্তে দিয়েছেন সঠিক সিদ্ধান্ত।
এমনকি রিভিউ নিলেও পরিবর্তন হয়নি মুকুলের নেওয়া সিদ্ধান্ত। আর তাই এমন দক্ষ ও সাহসী আম্পায়ারিংয়ের জন্য পুরস্কার পাচ্ছেন তিনি। এশিয়া কাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দল বাদ পড়ে গ্রুপ পর্ব থেকে। ব্যাট বলে দাপট দেখাতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। তবে নজড়কারা আম্পায়ারিংয়ে ঠিকই দাপট দেখিয়েছেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
তাই রবিবারের (১১ সেপ্টেম্বর) পাকিস্তান-শ্রীলঙ্কার ফাইনাল ম্যাচে আম্পায়ার হিসেবে মাঠে দেখা যাবে তাকে।
এশিয়া কাপের আগে মাসুদুর রহমান মুকুল আইসিসির ইভেন্টের মধ্যে শুধু অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দায়িত্ব পালন করেছিলেন। তিনি সবমিলিয়ে ২৬ টি টি-২০ ও ১৭ টি ওয়ানডে ম্যাচের দায়িত্ব পালন করেছেন।