বিডিনিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি কখন দল বাজী করি নাই, উন্নয়ন জন্য কাজ করেছি।
আমি মানুষকে সেবা করে যেতে চাই,যা আমার বাবা করে গেছে। আর মানুষকে সেবা করে আমি আল্লাহ পেতে চাই। আমি মানুষের সাথে খারাপ ব্যাবহার করি নাই।
আমি সব সময় সেবা করে গেছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাসীকে। আপনাদের কাছে ভোট চাইতে এসেছি, আমি বিশ্বাস করি আপনারা আবার ভোট দিবেন।
বিগত বছরে ১ নম্বর ওয়ার্ডে ২০১৬ সালে শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে ভোট চেতে এসেছিলাম। আজকেও আপনারা কাছে সেই প্রতীকে নিয়ে বারাও ভোট চেতে এসেছি আপনাদের কাছে।
এই এলাকা থেকে ভোট দিয়েছিলেন আপনারা আমাকে৷ আমি ১ নং ওয়ার্ডে ২০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছি আমি।
আমি কোন ট্যাক্স বাড়ায়নি, যারা বলে আমি ট্যাক্স বাড়াছি তারা মিথ্যা কথা বলে। আপনারা যারা ডিপ টিউবল পানি পান করেন তারা ট্যাক্স দিচ্ছেন ১০℅ করে। আমি সরকার কে ঠকাতে পারবো না।
আপনারা ট্যাক্স দেন পাঁচ-ছয় কোটি টাকা। কারণ নৌকায় ভোট দেয়ার ফলে মাননীয় প্রধানমন্ত্রীরও আপনাদের প্রতি দায়বদ্ধতা থাকে।
যে কাজগুলো আপনারা চান সেগুলো করে দেয়ার জন্য তিনি তার মেয়রকে টাকা দেয় বলেই কাজ করতে পারছি। যারা বলে উন্নয়ন হয়নি তারা দেখেন যে ১৩ ওয়ার্ডে আমি ২০০ কোটি টাকার বরাদ্দ দিয়ে উন্নয়নমূলক কাজ করে দিয়েছি।
সোমবার (৪জানুয়ারি) দুপুর ১ টায় নাসিক ১নং ওয়ার্ডের সিদ্ধিগঞ্জের হিরাঝিল এলাকায় কাউন্সিলর প্রার্থী ওমর ফারুকের কার্যালয়ের সামনে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন আইভী।
আইভী আরও বলেন, আমি সবসময় দল মত নির্বিশেষে কাজ করছি। কখনও আওয়ামী লীগ বা বিএনপি দেখিনি।
সকলের সাথে কথা বলার চেষ্টা করেছি,সকলের কাজ করে দেয়ার চেষ্টা করেছি। তাই আমি মনে করি আপনাদের কাছে আমার দাবি আছে ভোট চাওয়ার, আপনারা যে দলই করেননা কেন আমি সবার জন্য।
এটা শেখ হাসিনার স্থানীয় সরকার নির্বাচন, তাই আপনাদের কাছে অনুরোধ নৌকা মার্কায় ভোট দিবেন। তিনি বলেন, আপনাদের দাবি এই এলাকায় বড় খেলার মাঠ নাই।
আমরা চেষ্টা করবো একটা খেলার মাঠ করে দেব। আপনারা চিন্তা করবেন না, আমি সব কাজ করে দেব। তিনি আরো বলেন, জালকুড়িতেই তিনশো কোটি টাকা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। সেখানে ময়লা থেকে বিদ্যুৎ হবে। সেখানে অনেক সুন্দর করে কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী শিগগিরই এটা উদ্বোধন করবেন।
আমরা শীতলক্ষ্যা ব্রীজ করছি, নদীর এপার ওপার যোগাযোগ করার জন্য। এই টাকার প্রধানমন্ত্রী দিয়েছে পাঁচশো কোটি টাকা। খাল খনন করা হয়েছে বাকি যেগুলো আছে সেগুলোও খনন করা হবে। আমি কখনো দলবাজি করিনি, দলের উর্ধে উঠে কাজ করেছি।
এই নৌকা শেখ হাসিনার, এই নেীকা আইভির নেীকা, এই নেীকা আওয়ামীলীগের, এই নেীকা ষোল কোটি জনগনের নেীকা, এই নেীকা বিজয়ের নেীকা, এই নেীকা একাত্তরের বিজয়ের নেীকা, তাই এই নেীকার বিজয় হবেই ইনশাআল্লাহ।
আপনাদের কাছে দাবি এই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নির্বাচনী সভায় আওয়ামীলীগ নেতা মোঃ মজিবুর রহমান,কাউন্সিলর প্রার্থী ওমর ফারুক সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।