21 C
Dhaka
Saturday, February 22, 2025

আবারও টিভি পর্দায় `সুলতান সুলেমান`

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

প্রায় সাতশ বছর ধরে তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী।

ক্ষমতার টানাপোড়নে অটোম্যান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনী নিয়ে নির্মিত মেগা ধারাবাহিক `সুলতান সুলেমান`। 

বাংলায় ডাবিং করা তুরস্কের জনপ্রিয় মেগা ধারাবাহিক `সুলতান সুলেমান` টেলিভিশনের পর্দায় আসছে। ১ জুন থেকে সুলতান সুলেমানের জীবন অবলম্বনে নির্মিত ধারাবাহিকটি দীপ্ত টিভি এবং তাদের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

ধারাবাহিকে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে উঠার কাহিনী।

যার প্রতিদ্বন্দ্বী ছিল সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

বাংলাদেশে দারুণ জনপ্রিয় এই ধারাবাহিকটি প্রতিদিন রাত ১০টায় দীপ্ত টিভিতে এবং রাত ১১টায় তাদের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর