বিডিনিউজ ডেস্ক: যারা অত্যন্ত ইন্টেলেকচুয়াল, কথাবার্তা স্ট্রেটফরওয়ার্ড, অন্ধবিশ্বাসী না হয়ে কোন কিছুর প্রশংসা এবং তার গঠনমূলক সমালোচনা করে, একটু ডার্ক হিউমার বুঝে, কোন কিছু বলার আগে দুই দিক বিবেচনা করে নেয়, রেসিজম এর বিরুদ্ধে কথা বলে, অন্যায়কে অন্যায় বলে এবং সমাজে মিলিয়ে থাকার চেয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করে এমন মানুষ আমার ভালো লাগে ।
১। যিনি, আত্মপরিচয় দিতে গিয়ে বুঝিয়ে দেন, বিনয় শব্দটিকে তিনি আত্মস্থ করে ফেলতে সক্ষম হয়েছেন পূর্ণ রূপে, তাঁকে,
২। যিনি, অন্যের কথা মাঝখানে থামিয়ে দিয়ে, নিজের কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেন না, তাঁকে,
৩। যিনি, কারোর সমালোচনা হলে বুঝতে পারা মাত্রই, অন্য কাজের বাহানা দেখিয়ে, কেটে পড়তে জানেন, তাঁকে,
৪। যিনি, কুতর্ককারীর পাল্লায় পড়ে গেছেন বুঝা মাত্রই, কালবিলম্ব না করে, আত্ম সমর্পণ করতে সিদ্ধহস্ত, তাঁকে,
৫। যিনি, একজনকে ভালো বলে প্রমাণ করার জন্য, তুলনায় অন্যকে টেনে এনে খারাপ বলার প্রয়োজন মনে করেন না, তাঁকে,
৬। যিনি, কোনো ব্যাপারে বিশদে না জেনে, মন্তব্য করার অভ্যাস কে প্রশ্রয় দিতে জানেন না, তাঁকে,