16 C
Dhaka
Saturday, January 18, 2025

আজকের শিশুরা ভবিষ্যৎ বঙ্গবন্ধু হবে, শেখ হাসিনা হবে: মুহাম্মদ সামাদ

চাকুরির খবর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সোমবার (১৮ মার্চ) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুহাম্মদ সামাদ বলেন, শিশুকালে বঙ্গবন্ধু সকল ধর্মের শিক্ষকের সান্নিধ্য পাওয়ায় তার মধ্যে সাম্প্রদায়িকতা ছিলো না। আজকের শিশুরা ভবিষ্যৎ বঙ্গবন্ধু হবে, শেখ হাসিনা হবে।

প্রধান অতিথির বক্তব্যে কবি মুহাম্মদ সামাদ ১৯২০ থেকে শুরু করে ১৯৭৫ পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন, আন্দোলন, সংগ্রাম, জেল জীবনের ঘটনার বর্ণনার মাধ্যমে বাঙালি জাতির স্বাধিকারের ইতিহাস তুলে ধরেন। বঙ্গবন্ধুর ছাত্র জীবনের মহানুভবতা, পরোপকারী মনোভাব কিংবা চীন সফরে গিয়ে বাচ্চাদের সঙ্গে মিশে যাওয়ার ঘটনা তুলে ধরেন।

এছাড়াও তিনি গোপালগঞ্জ, কলকাতার বেকার হোস্টেল, ১৯৪৮ থেকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৫৪’র নির্বাচন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণ-অভ্যুত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র উত্তাল জনসমুদ্রে ৭ মার্চের ভাষণ থেকে সশস্ত্র মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর স্বদেশ গড়ার ইতিহাস শিশুদের সামনে তুলে ধরেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর