19 C
Dhaka
Sunday, January 19, 2025

আগামী তিন মাসের মধ্যে রাজধানীর উড়াল সড়কে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: কাওলা থেকে বনানী অংশ কিছুদিনের মধ্যে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এএইচএমএস আখতার।

দ্বিতীয় অংশ বনানী থেকে তেজগাঁও পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার উড়াল সড়কের কংক্রিটের ঢালাই শেষ পর্যায়ে। প্রথম ধাপে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে। 

কাওলা থেকে শুরু হওয়া চার লেনের ২০ কিলোমিটার উড়াল সড়কটি শেষ হবে যাত্রাবাড়ীর কুতুবখালীতে। পুরো উড়াল সড়কে ওঠা-নামার জন্য ৩১টি পথ আর ৮টি টোল প্লাজা থাকবে।

বিশ বছর টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগ করা অর্থ তুলে নেবে নির্মাতা প্রতিষ্ঠান ইতাল থাই ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন।

রাজধানীর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়কের ১১ কিলোমিটার এখন দৃশমান। এই উড়াল সড়কে আগামী  সপ্তাহে শুরু হবে পিচ ঢালাই।

এরই মধ্যে এই অংশের বিভিন্ন জায়গায় সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই অংশ যানবাহন চলাচলের জন্য প্রস্তুত হবে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। 

জনবহুল ব্যস্ত নগরী ঢাকার বিমানবন্দর সংলগ্ন কাওলা থেকে বনানী পর্যন্ত উড়াল সড়কের প্রথম অংশ এখন অনেকটাই প্রস্তুত। এই অংশের প্রায় সাড়ে সাত কিলোমিটার পথের কংক্রিটের ঢালাই শেষ। 

উড়াল সড়কে ওঠা নামার পথ বা র‌্যাম্প তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন কেবল পিচ ঢালাই দেয়া হলে যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে কাওলা থেকে বনানী পর্যন্ত উড়াল সড়ক।

এরই মধ্যে সড়কবাতি স্থাপনের কাজও শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই এই কাজ শেষ হবে। সড়কের দুইপাশে রেলিং লাগানোর কাজও চলছে। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর