16 C
Dhaka
Sunday, January 19, 2025

আওয়ামী লীগের প্রেসিডিয়ামে শূন্য পদের কি হবে?

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ঐ কাউন্সিলে ১৭ সদস্যের প্রেসিডিয়াম ঘোষিত হয়।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী, প্রেসিডিয়াম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাশালী নীতিনির্ধারক সংস্থা। কিন্তু গত প্রায় দেড় বছরে প্রেসিডিয়ামের তিনজন গুরুত্বপূর্ণ সদস্য ইন্তেকাল করেছেন।

এরা হলেন, মোহাম্মদ নাসিম, এডভোকেট সাহারা খাতুন এবং এডভোকেট আবদুল মতিন খসরু।

আওয়ামী লীগের হেভীওয়েট নেতা এবং জাতীয় চার নেতার অন্যতম এম. মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম গত বছরের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ক’দিন পরই ৯ জুলাই মৃত্যুবরণ করেন এডভোকেট সাহারা খাতুন।

এবছরের ১৪ এপ্রিল মৃত্যুবরণ করেন আরেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু। মোহাম্মদ নাসিম এবং এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুর প্রায় এক বছর হতে চললো।

এখন পর্যন্ত কোন শূন্যস্থানই পূরণ করা হয়নি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের শূন্য পদের কি হবে, এনিয়ে দুই ধরনের মতামত পাওয়া গেছে।

একটি সূত্র বলছে, আওয়ামী লীগের যে তিনজন প্রেসিডিয়াম সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে এই পদ তিনটি পরবর্তী কাউন্সিল পর্যন্ত শূন্য রাকা হবে।

১৭ সদস্যের প্রেসিডিয়ামে ৩ জন না থাকলে কোন গঠনতান্ত্রিক সংকট হবে না। এই পদ গুলো শূন্য রাখার মাধ্যমে আওয়ামী লীগের জন্য তাদের অবদানের স্বীকৃতি দেয়া হবে।

তবে এব্যাপারে ভিন্নমতও পাওয়া গেছে। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, দেশে করোনা পরিস্থিতির কারণেই এই শূন্য পদ গুলো পূরণ হচ্ছে না। শুধু প্রেসিডিয়াম সদস্য নয়, কেন্দ্রীয় কমিটিরও শূন্য পদ রয়েছে।

গত বছর থেকেই করোনা পরিস্থিতির কারণে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত করেছে। এমনকি কেন্দ্রীয় কমিটি, প্রেসিডিয়ামের বৈঠক হচ্ছে সীমিত আকারে। ফলে নতুন করে প্রেসিডিয়ামে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি।

তবে, কারা কারা প্রেসিডিয়ামে আসতে পারেন এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা ও গুঞ্জন আছে। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এবং জাতীয় চার নেতার অন্যতম এ.এইচ.এম কামরুজ্জামানের পুত্র এ.এইচ.এম খায়রুজ্জামান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং ডা: দীপু মনি সহ বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় আছে। তবে, প্রেসিডিয়ামে কারা থাকবেন, না থাকবেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দলের সভাপতি শেখ হাসিনার।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর