26 C
Dhaka
Saturday, January 18, 2025

আওয়ামীলীগ-বিএনপি ধাওয়া পাল্টা ধাওয়া!

চাকুরির খবর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফেরার পথে আওয়ামীলীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আলেকজান্ডার বাজারে এ ঘটনা ঘটে। এসময় বিএনপি’র উপজেলা সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আহতদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপি নেতা-কর্মীরা। এসময় তারা আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন স্লোগান দেয়।

এসময় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠি-সোটা নিয়ে তাদের ধাওয়া করে। পরে বিএনপি নেতা-কর্মীরাও পাল্টা ধাওয়া করে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয় বলে দু দলের নেতারা দাবী করেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন সুখী বলেন, আমাদের ওপর বিএনপির হামলা ও লাঠি মিছিল পূর্ব পরিকল্পিত। তাদের হামলায় আমাদের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে।

তাদের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদ পারভেজ বাদী হয়ে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, কোন কারণ ছাড়াই আওয়ামী লীগের লোকজন আমাদের ওপর হামলা করেছে। পরে আমাদের আহত দুই নেতাকে পুলিশ আটক করেছে। তাদের আটকের ঘটনায় নিন্দা জানাই।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিএনপি নেতা-কর্মীরা উত্তপ্ত স্লোগান দেয়ায় দু’পক্ষ মুখোমুখি অবস্থান নেয়।

এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর