25 C
Dhaka
Saturday, January 18, 2025

আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

চাকুরির খবর

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

আজ বুধবার বেলা ১১ টায় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্নেল (অব্ঃ) মোঃ ফারুক খান এমপি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা জানানো হয়।

পরে বেদীর পাশে নেতৃবৃন্দরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সময় আওয়ামীলীগে কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস, এম কামালসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, অপ গনতান্ত্রিক রাজনীতি যেটা বিএনপি জামায়াত করে এবং জঙ্গিবাদ যেটা আমরা দেখেছি। এর বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

আগামি নির্বাচন গুলিতেও এই যে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে। জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ এ উন্নয়নের ধারা দেখে বলেছে যে ভাবে বাংলাদেশ উন্নয়ন হচ্ছে তাতে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ২৩ তম অর্থনিতির দেশ হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর