অনলাইন ডেস্ক: গত বছর চ্যাম্পিয়ন হয়ে গুজরাট টাইটান্স পেয়েছিল ২০ কোটি রুপি। রানার্স রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি টাকা।
এ বারের আইপিএলে প্রাইজমানি খাতে বরাদ্দের অঙ্ক অপরিবর্তিত, ৪৬ কোটি ৫০ লাখ রুপি । চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। রানার্স আপ দল পাবে ১৩ কোটি রুপি।
তৃতীয় স্থানে শেষ করা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থ লখনৌ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লক্ষ রুপি। বাকি দলগুলির জন্য কোনও আর্থিক পুরস্কার থাকছে না।
আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিকেটার কমলা টুপির সঙ্গে পাবেন ১৫ লক্ষ রুপি। ১৬ ম্যাচে ৮৫১ রান করে যে পুরস্কারটা ইতোমধ্যে নিশ্চিত করেছেন গুজরাট টাইটান্সের ওপেনার শুভমন গিল।
২০০৮ সালে আইপিএলের অভিষেক আসরে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ৪ কোটি ৮০ লক্ষ রুপি।
সেবার রানার্স দলকে দেয়া হয়েছিল ২ কোটি ৪০ লক্ষ রুপি। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে প্রাইজমানির অঙ্ক।
সর্বোচ্চ উইকেট শিকারি পাবেন বেগুনি টুপির সঙ্গে ১৫ লক্ষ রুপি। যে পুরস্কারে লড়াই জমিয়ে তুলেছেন গুজরাট টাইটান্সের পেস বোলার মোহাম্মদ সামী (১৬ ম্যাচে ২৮ উইকেট) এবং লেগ স্পিনার রশিদ খান (১৬ ম্যাচে ২৭ উইকেট)। আইপিএলে সেরা উদীয়মান ক্রিকেটার পাবেন ২০ লক্ষ রুপি।