অনলাইন ডেস্ক: বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ‘চলমান শিক্ষাক্রমের’ অংশ হিসেবে ফেলোশিপের আওতায় দুই সেমিস্টারের জন্য মনোনীত হয়েছেন তারা।
‘লুম্বিনি ফেলোশিপ’ নামে শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আওতায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এ যোগ দিয়েছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানায়, বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে স্প্রিং-২০২৩ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দেন প্রীতি তঞ্চঙ্গ্যা ও আ আ মোই মারমা নামের শিক্ষার্থী দুজন।
পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি প্রথম শিক্ষার্থী বিনিময় কর্মসূচি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইইউবির অ্যাডমিশন অ্যান্ড ফিন্যান্সিয়াল এইড প্রধান লিমা চৌধুরীর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক, আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, উপাচার্য তানভীর হাসান, উপউপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম এবং বিভিন্ন ফ্যাকাল্টির ডিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামভিত্তিক তৈরি পোশাক উৎপাদনকারী কোম্পানি লুম্বিনি লিমিটেডের আর্থিক সহায়তায় চার বছরের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে বান্দরবান বিশ্ববিদ্যালয় ও আইইউবির মধ্যে উচ্চশিক্ষা বিনিময় চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী প্রীতি ও মোই আইইউবিতে যোগ দিলেন।