29 C
Dhaka
Sunday, July 20, 2025

আইইইউবি’র ইন্ডিপেনডেন্ট এইচআর সোসাইটির ৯ বছর পূর্তি ও সামার ২০২৫ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

চাকুরির খবর

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইইউবি)-এর ইন্ডিপেনডেন্ট এইচআর সোসাইটি (IHRS) ৯ বছর পূর্তি উদযাপন করেছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ক্লাবের সামার ২০২৫ ক্লাব কোহর্ট ওরিয়েন্টেশন। গত ১৬ জুলাই (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন সদস্যদের বরণ, নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি, বিদায়ী কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর এবং নতুন নেতৃত্বের পরিকল্পনা উপস্থাপনসহ নানা কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতেই আইইইউবি’র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ড. ইকরামুল হাসান স্বাগত বক্তব্যে ক্লাবটির একাডেমিক ও সহ-শিক্ষা কার্যক্রমে অবদানের প্রশংসা করেন। ক্লাবের কো-অর্ডিনেটর এফফাত বিনতে কাবির ক্লাবটির পথচলা, অর্জন ও নেতৃত্বের রূপান্তর প্রক্রিয়ার বিবরণ তুলে ধরেন।

এইচআর বিভাগের লেকচারার আব্দুল্লাহ আল আহাদ ও নাবিলা কামাল প্রমি ক্লাবের সঙ্গে তাদের উপদেষ্টা হিসেবে কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন এবং ভবিষ্যৎ নেতৃত্বকে সংগঠিত পরিকল্পনা ও ফলপ্রসূ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আইইইউবি’র প্রাক্তন শিক্ষার্থী তরিকুল ইসলাম তপু, যিনি বর্তমানে অ্যাভেরি ডেনিসনে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত, তিনি জানান কিভাবে IHRS-এর সঙ্গে যুক্ত হয়ে একাডেমিক পরিবেশ, পেশাগত নেটওয়ার্ক ও বাস্তবমুখী অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি একাধিক চাকরির সুযোগ পান এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন।

ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান সৃজনশীল উপদেষ্টা তুষার রায় ক্লাবটির মূল লক্ষ্য ও প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য স্মরণ করিয়ে দেন। বর্তমান সভাপতি শাহরুখ বিন হান্নান প্রিয়ম ক্লাবের নতুন উদ্যোগসমূহ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে—সিভি ব্যাংক, মেম্বার সার্টিফিকেশন সিস্টেম, সেফগার্ড পলিসি এবং ব্র্যান্ড গাইডলাইনস।

ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. আমিনুর রশীদ—যিনি বর্তমানে পালস টেক লিমিটেডের চিফ অব স্টাফ ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট—মূল প্রবন্ধে ক্লাবটির দীর্ঘদিনের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়াও ক্লাবের গবেষণা ও উন্নয়ন উপদেষ্টা মহবুব রাব্বানী অরিত্র (অপটিমাইজেলি), এবং যোগাযোগ উপদেষ্টা তানজিলা রেজা (ব্র্যাক) বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করে পাঠাও পে এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর