22 C
Dhaka
Saturday, January 18, 2025

অসাম্প্রদায়িকতা-ভ্রাতৃত্ববোধকে শাণিত করে বাংলাদেশের সম্মান, মর্যাদাকে আরো উন্নীত করতে হবে: কৃষিমন্ত্রী

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক। সে জন্য অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধকে আরো শাণিত করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে আরো উন্নীত করতে হবে।

বাংলা নববর্ষ অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদের পরিচায়ক উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এ দিনটিতে সেই চেতনাকে আরো শাণিত করতে হবে।

কৃষিসচিব সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, ‌ওয়াহিদা আক্তার, বলাইকৃষ্ণ হাজরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ প্রমুখ।

নেদারল্যান্ডের আলমেয়ারে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে (ফ্লোরিয়েড এক্সপো-২০২২) সরকারিভাবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ।

ছয় মাসব্যাপী এ প্রদর্শনী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। গতকাল এর উদ্বোধন হয়। বাংলাদেশসহ প্রায় ৩৩টি দেশ এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।

আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশন প্রতি দশকে একবার নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়। এবার এটি ৭ম আসর। এবারের প্রতিপাদ্য হলো ‘সবুজ নগর গড়ে তোলা’।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর