...
Thursday, October 17, 2024

অল্প বয়সে চুল পাকছে!

অনলাইন ডেস্ক: একটা সময় ছিল যখন মনে করা হতো শুধু মাত্র বয়স্ক মানুষদের পাকা চুল হয়। কিন্তু আধুনিক সমাজে সে ধারণা একেবারেই খাটে না। কারণ পেটের সমস্যা থেকেই দেখা দিচ্ছে চুলে পাক ধরা কিংবা কম বয়সে চুল পড়ে যাওয়ার মতো সমস্যা।

হাজার ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও লাভ হচ্ছে না। শুধু তাই নয়, চুলে রঙ্গ করলে আরও বাড়ছে পাকা চুলের সমস্যা। তাই এই সমস্ত কাজ না করে হাতের সামনের জিনিষ ব্যবহার করতে পারেন চুল পাকা বন্ধ করার জন্য।

বর্তমানে প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই সমাজে ভেজাল সামগ্রির দৌরাত্ম্য বাড়ছে। তার কারণ হিসাবে অবশ্য আমরা একটু হলেও দায়ী। কারণ বর্তমান সময়ে বাজারে গিয়ে দেখে সবজি কেনা হয় না, তাই যা হাতের সামনে চটজলদি মেলে তাই ভালো।

আবার অন্যদিকে রয়েছে ফাস্ট ফুডের রকমারি বাহার। যার ফলে সহজেই বেঁধে যাচ্ছে পেটের সমস্যা। মাঝে মধ্যেই দেখা দিচ্ছে পেটের গণ্ডগোল, গ্যাস এমনকি গ্যাস্ট্রিক আলসার।

ভাবছেন হাতের কাছে মানে কি! তাহলে বলি, বাড়িতে নিশ্চয় লাল চা খান। ব্যস তাতেই হবে, ভালো করে চা ফুটিয়ে ঠাণ্ডা করে মাথায় লাগিয়ে নিন ভালো ভাবে। সপ্তাহ খানেক লাগানোর পরেই আস্তে আস্তে উধাও হতে শুরু করবে পাকা চুল।

অন্যদিকে পেঁয়াজ বেঁটে লাগাতে পারেন চুলে, তাতেও কাজ হবে ভালোই। অন্যদিকে ঝিঙে ছোট করে কেটে নারকেল তেলের সাথে মিশিয়ে টানা কিছুদিন লাগালেই পাকা চুলের সমস্যা থেকে মিলবে মুক্তি, শক্ত হবে চুলের গোঁড়াও।

- Advertisement -
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.