19 C
Dhaka
Sunday, January 19, 2025

অর্ধেক সময় পার করলো সরকার

বিডিনিউজ ডেস্ক

চাকুরির খবর

টানা তৃতীয় মেয়াদে ২০১৮ সালের ৭ জানুয়ারি শপথ নিয়েছিল বর্তমান সরকার। সেই বিবেচনায় ২ বছর ৫ মাস হয়ে গেল বর্তমান সরকারের। এই অর্ধেক সময়ে সাফল্য ব্যার্থতা দুইই ছিল এই সরকারের।

বিশেষ করে সরকারের এই প্রায় আড়াই বছর সময়ের মধ্যে দেড় বছরই চলে গেছে করোনা মোকাবেলা করতে। করোনার কারণে দেশের লকডাউন দিতে হয়েছে। বারবার মুখ থুবড়ে পড়তে গিয়েছে দেশের অর্থনীতি।

কিন্তু বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ নেতৃত্বের ফলে লকডাউনের মধ্যেও দেশের অর্থনীতি চাঙ্গা থেকেছে। এই করোনার মধ্যেই বাংলাদেশে রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা আসায় রেকর্ড করেছে। যেখানে অন্য সব দেশ অর্থনীতিতে মুখ থুবড়ে পড়েছে সেখানে বাংলাদেশ হয়ে উঠেছে সারা বিশ্বের আইকন।

দেশে বড় বড় প্রকল্পর কাজ চলছে। এই সরকার আড়াই বছরে করোনার কারণে এসব প্রকল্পে খুব একটা পিছিয়ে যায় নি। করোনার শুরুতে লকডাউনে মেট্রোরেল প্রকল্প ৬ মাস বন্ধ থাকলেও দিন রাতের পরিশ্রমের ফলে সেই প্রকল্পও সময় সময় দৃশ্যমান হয়েছে এবং এরই মধ্যে মেট্রোরেল প্রকল্পের একটি অংশের কাজ শেষের পথে।

করোনার সময় যখন মানুষ ঘরে তখনও কাজ থেকে থাকে নি বাংলাদেশের মেগা প্রকল্প খ্যাত পদ্মা সেতু প্রকল্পে। পদ্মা সেতুতে একে একে সবগুলো পিলার নির্মাণ এবং সবগুলো স্প্যান তুলে এখন পদ্মা সেতুও দৃশ্যমাণ।

এই সেতুর কাজও প্রায় ৯০ শতাংশ হয়ে গেছে। গাজিপুর থেকে হচ্ছে মাস র্যাপিড ট্রানজিট নামের একটি প্রকল্প যেটার মাধ্যমে খুব অল্প সময়ে মানুষ গাজিপুর থেকে ঢাকায় পৌঁছাতে পারবে।

সেটির কাজও দ্রুত গতিতে চলছে এই সরকারের প্রচেষ্টার কারণে। কর্ণফূলী টানেলের কাজও শেষের পথে। এই টানেলটি হয়ে গেলে চট্টগ্রামের মানুষের অনেক উপকার হবে।

বিশেষ করে ব্যাবসার প্রসারের ক্ষেত্রে এই টানেল অনেক উপকারী হবে। এছাড়াও রুপপূর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কাজও চলছে। এই বিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হলে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে যেটার মাধ্যমে সারা দেশের মানুষ উপকৃত হবেন।

এই সরকারের গত আড়াই বছরে সাফল্যের পাল্লা ভারি হলেও গত দুই মেয়াদে এই সরকার আরও বেশি সাফল্যমন্ডিত ছিল। কিছু কিছু কারণে সেই সাফল্যে কিছুটা হলেও ভাটা পড়েছে।

বিশেষ করে ছোট ছোট দুর্নীতি, বিদেশে টাকা পাচারের অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের অযোগ্যতা অদক্ষ্যতার কথা উঠছে। সব কিছু মিলিয়ে প্রথম দুই মেয়াদের তুলনায় বর্তমান মেয়াদে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে সরকার।

প্রথম দুই মেয়াদে সরকার যেমন খুব মসৃণভাবে মেয়াদ পার করেছে কিন্তু এই মেয়াদে এসে সরকারকে নানা বিষয় মোকাবেলা করতে হচ্ছে।

সবকিছু মিলিয়ে আগের দুই মেয়াদের তুলনায় বর্তমান মেয়াদে এসে মোটামুটি একটি টালমাটাল পরিস্থিতির মধ্যেই রয়েছে সরকার।

তবে সরকার প্রধান শেষ হাসিনার নেতৃত্বের গুণের ফলে এই পরিস্থিতি উতরে উঠতে পারবে সরকার এমনটি মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় সরকারের পরবর্তী আড়াই বছর কেমন যায়।

বাংলা ইনসাইডার

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর