...
Tuesday, April 15, 2025

অভিনয়ে নাম লেখালেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ টেলিফিল্মটির গল্প এগিয়েছে এক মেধাবী ও সংগ্রামী গৃহবধূকে ঘিরে, যে শ্বশুরবাড়ির সমস্যায় জর্জরিত হয়ে ও আর্থিক সচ্ছলতা আনতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ফ্রিল্যান্সার হিসেবে গ্লোবাল মার্কেটপ্লেসে কাজ করা শুরু করে। কিন্তু এখানেই তার সংগ্রাম শেষ হয় না, জীবনে আসে এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত।

‘ফ্রিল্যান্সার নাদিয়া’ একটি অনুপ্রেরণামূলক একটি টেলিফিল্ম বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে আমি যখন যাই এবং নারীদের সাথে আমার কথাবার্তা হয়, তখন বুঝতে পারি তাদের বেশিরভাগই দাম্পত্য জীবনে দায়িত্বের অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ জীবন যাপন করে। তাদের ইচ্ছা হয় পড়ালেখা করার বা অর্জিত শিক্ষাকে কাজে লাগিয়ে পরিবার ও দেশের উন্নয়নে অবদান রাখার।

সেরকম একটি অবস্থান থেকে নারীদের জন্য রাহিতুল যে অসাধারণ প্রেক্ষাপটে তার গল্প সাজিয়েছেন ও বঙ্গ সেই গল্প পর্দায় ফুটিয়ে তুলতে নির্বাচন করেছে, তারা উভয়ই যথেষ্ট প্রশংসার দাবীদার!’

‘বঙ্গ বব’ সিজন ২-এ ‘ফ্রিল্যান্সার নাদিয়া’ শিরোনামে একটি টেলিফিল্মে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। টেলিফিল্মটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

সাংবাদিক ও লেখক রাহিতুল ইসলামের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত টেলিড্রামাটির একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে আইসিটি প্রতিমন্ত্রীকে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.