22 C
Dhaka
Saturday, November 23, 2024

অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন মেয়র তাপস

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: পরিদর্শন শেষে পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস মেরাদিয়া জে ব্লকের বাঁশপট্টি সংলগ্ন আঙ্গর জোড়া এলাকায় দেখেন যে, রামপুরা খালের উপর একটি অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

এ সময় তিনি গাড়ি থেকে নেমে স্থাপনা গড়ে তোলার কাজে নিয়োজিত নির্মাণশ্রমিকদের উদ্দেশে বলেন, কাজ হবে না। বন্ধ, বন্ধ..।

সপ্তাহের অন্যান্য বুধবারের মতো আজ বুধবার সকাল থেকে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শনে বেরিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। প্রথমে তিনি যান মেরাদিয়া বাজার সংলগ্ন এলাকায় ‘মেরাদিয়া-আফতাব নগর সংযোগ সেতুর সম্ভাব্য স্থান’ পরিদর্শনে।

এ সময় তিনি প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনকে আজকেই এই অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন।

পরবর্তীতে ঢাদসিক মেয়র ফকিরখালী খালের বর্তমান অবস্থান দেখতে নৌকাযোগে সরেজমিনে পরিদর্শনে যান। এ সময় তিনি ফকিরখালী খাল রক্ষায় এবং ইতোমধ্যে খালের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর