22 C
Dhaka
Saturday, January 18, 2025

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু রাখতে হবে: হাবিবুর রহমান

চাকুরির খবর

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, সর্বসাধারণের প্রতি উত্তম ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু রাখতে হবে।

আজ মঙ্গলবার (২৮ মে) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে ট্রাফিক রমনা বিভাগের সদস্যদের সাথে এক ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ব্রিফিং প্যারেডে ট্রাফিক রমনা বিভাগের কনস্টবল থেকে টিআই পদমর্যাদার তিন শতাধিক পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।

ডিএমপি কমিশনার উপস্থিত ফোর্সদের পোশাক, নারী সার্জেন্টদের ওয়াশরুম, অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ, সরবরাহকৃত মালামালের বিভিন্ন সমস্যা, ফোর্সের আবাসন সমস্যা ও ডিউটিতে সাপ্তাহিক ডে অফ রাখার বিষয়ে ফোর্সের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি কিছু বিষয়ে তাৎক্ষণিক সমাধান দেন এবং অন্যান্য বিষয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ট্রাফিক রমনা বিভাগের পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, রাজধানী ঢাকা একটি জনবহুল শহর। সোয়া দুই কোটি লোক বসবাস করে এখানে। আবার কয়েক লাখ মানুষ প্রতিদিন আসা যাওয়া করে। এ শহরের মূল চ্যালেঞ্জ যানবাহন চলাচল স্বাভাবিক রাখা। তাই ট্রাফিক পুলিশের দায়িত্ব অনেক বেশি। যানজটের কারণ অনেক। সাধারণ মানুষ ট্রাফিক পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করে। যানজটের জন্য যে কেবল ট্রাফিক পুলিশ দায়ী নয়, সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের টিআই ও সহকারী পুলিশ কমিশনারদের দায়িত্ব হলো ক্রাইম বিভাগ তথা অফিসার ইনচার্জগণের সাথে সমন্বয় সাধন করে কাজ করা। পাশাপাশি স্কুল-কলেজের গাড়ি যেন রাস্তায় না রাখা হয় সে ব্যপারে স্কুল-কলেজ কর্তৃপক্ষের সাথে কাজ করতে হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের হেলথ চেকআপের ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক বিভাগে যারা কাজ করে তাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি। ইতিমধ্যে ট্রাফিক মতিঝিল বিভাগে হেলথ চেকআপ শুরু হয়েছে। সেটা শেষ হলেই ট্রাফিক রমনা বিভাগে হেলথ চেকআপ শুরু হবে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর