অনলাইন ডেস্ক: ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৫ কর্মী নিহত হয়েছে, আহত হয়েছে ২১ জন। আহতরা সিএমএইচে চিকিৎসাধীন। কয়েকজন কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
অগ্নিকাণ্ডে নিহত ফায়ার সার্ভিসের কর্মীর মধ্যে একজনের নাম মনিরুজ্জামান। অন্যদের নাম জানা যায়নি। এছাড়া নিহতদের মধ্যে আরো ৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- মোমিনুল হক, মহিউদ্দিন, হাবিবুর রহমান ও রবিউল আলম।
শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। ডিপোতে এখনও আগুন জ্বলছে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট। তাদের সাথে যোগ দিচ্ছে সেনাবাহিনী।
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ জুন) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সকাল সোয়া ১০টা পর্যন্ত ২০ জন মারা গেছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা আছে।
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৪ শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছে।