অনলাইন ডেস্ক: অক্ষয়ের কথায়, আমি আমার সিনেমার ক্যারিয়ার নিয়ে দিব্যি আছি। সিনেমার মধ্যে দিয়েই সামাজিক বিষয়গুলোকে সামনে আনতে চাই। ১৫০টি সিনেমাও প্রযোজনা করেছি।
আসন্ন ‘রক্ষাবন্ধন’ সিনেমা আমার খুব মনের কাছের। তাই আপাতত সিনেমায় অভিনয় ও সিনেমা তৈরি নিয়েই থাকতে চাই। রাজনীতি নিয়ে ভাবার সময় নেই!
বক্স অফিসে তেমন আর চলছে না অক্ষয় ম্যাজিক। একের পর এক সিনেমা ফ্লপ। ‘বেল বটম’ থেকে ‘বচ্চন পাণ্ডে’, কিংবা হালফিলের ‘পৃথ্বীরাজ’। হিটের মুখ থেকে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন অক্ষয়।
আর তার উপর অক্ষয়ের উপর নিন্দুকদের অভিযোগ, তিনি সিনেমায় অভিনয় করলেও, শুধুই গেরুয়া রাজনীতির জয়জয়কার করেন। এমনকী, বলিউডের কানাঘুষোয় শোনা যায়, অক্ষয় নাকি রাজনীতিতে পা দিতেও প্রস্তুত!
সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে অক্ষয়ের কাছে এ বিষয়ে প্রশ্ন রাখা হলে অক্ষয় স্পষ্ট জানান, আপাতত, রাজনীতিতে নয়। অভিনয় নিয়ে ভালোই আছি।