29 C
Dhaka
Wednesday, July 2, 2025

যশোরে ডিবির সফল মাদকবিরোধী অভিযান: ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪, মোটরসাইকেল জব্দ

চাকুরির খবর

যশোর: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,৫০০ (এক হাজার পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ডিবির অভিযানিক দলটি ১২ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানাধীন পালবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আসামিদের আটক করে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন এসআই (নিঃ) শেখ আবু হাসান, এসআই (নিঃ) মোল্লা আব্দুল হাই, এএসআই (নিঃ) মোঃ নাজমুল হোসেন ও এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদসহ সঙ্গীয় ফোর্স।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: প্রদীপ কুমার ভট্টাচার্য (৩৬), পিতা-দুলাল ভট্টাচার্য, সাং-ইত্তা (পশ্চিমপাড়া), থানা-মণিরামপুর। মোঃ রাসেল খান (৩৪), পিতা-মৃত আবুল খান, সাং-মধ্যকুল (খান পাড়া), থানা-কেশবপুর।
জাহিদ হাসান (২৬), পিতা-মৃত আতিয়ার মোল্লা, সাং-বিপ্রকোনা, থানা-মণিরামপুর। মোঃ শিমুল হোসেন (৩৬), পিতা-জামির গাজী, সাং-শ্যামনগর, থানা-মণিরামপুর।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেলসহ তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি নীল রঙের মোটরসাইকেল।

ডিবির এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী এ ধরণের অভিযান চলমান রাখার দাবি জানান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর