23 C
Dhaka
Sunday, March 9, 2025

মনের ঝিল

চাকুরির খবর

মনের ঝিল
_জয়ন্ত পন্ডিত

তোমার মনের ঝিলে
গাঙ্গচিল হয়ে উড়ে বেড়াতে চেয়েছিলাম।
তোমার প্রেমের শুভ্র হাওয়া
গাঁয়ে মেখে ভেসে বেড়াতে চেয়েছিলাম।
তোমার প্রেমের আলতো বাতাসে
মনটা দুলাতে চেয়েছিলাম।
আজ সময়ের হাত ধরে
আমাদের সকল চাওয়ার বেলুনটা
কেমন যেন চুপসে গেল!
পালিয়ে বেড়াই এখন আমরা
একে অপরের ছায়া থেকেও,
জীবন চলার নিয়মে সবকিছু ভুলে
বেশ ত আছি আমরা নিজেদের জগতে!
আর প্রকৃতির সব নিয়ম যেন,একসময়,
আঁটকে যায় সকল অনিয়মের বেড়াজালে।
আর হু হু বইতে থাকে মনের ভিতর
প্রাচীন কোন সুরেলা সুর।
আর সেই সুরের ছন্দে
আজও আমি খুঁজে বেড়াই,
তোমার মনের সেই ঝিল।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর