...
Saturday, June 14, 2025

ব্লু স্কাই’র সঙ্গে ‘উইবিডিবাজার’ এর বাণিজ্যিক চুক্তি

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: রেডিমেট কোট, স্যুট ও ব্লেজারের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ‘ব্লু স্কাই’র সঙ্গে ‘উইবিডিবাজার’ ‌বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে। রোবাবর (৮ জানুয়ারি) রাজধানীর মিরপুর-২ ‘ব্লু স্কাই’র শোরুমের আউটলেটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন ‘ব্লু স্কাই’র কর্ণধার মো. দুলাল আলী ‍ও নারী উদ্যোক্তাবান্ধব ই-কমার্স প্রতিষ্ঠান ‘উইবিডিবাজার’র চেয়ারম্যান মো. বাবুল হৃদয়, ভাইস চেয়ারম্যান রিদওয়ানা আফরীন সুমি ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী।

‘উইবিডিবাজার’র ভাইস চেয়াম্যান রিদওয়ানা আফরীন সুমি বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীদের উৎপাদিত পণ্যের সমাহার থাকবে উইবিডিবাজারে। তাদের শ্রম ও ঘামে তৈরি পণ্য দেশ-বিদেশে বাজারজাতের দায়িত্ব নেবে ‘উইবিডিবাজার। এছাড়া পণ্যের প্রচারে আমাদের সহযোগিতা থাকবে। webdbazar.com হবে উদ্যোক্তাদের আস্থার জায়গা।’

‘উইবিডিবাজার’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুবায়ের রহমান চৌধুরী বলেন, ‘উদ্যোক্তাদের জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম। আমাদের এই মার্কেটপ্লেসের মাধ্যমে আপনার পণ্য সমগ্র বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। কর্পোরেট চুক্তির মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের পণ্য বিদেশে রপ্তানি এবং দেশব্যাপী মানুষের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’

‘ব্লু স্কাই’র কর্ণধার মো. দুলাল আলী ‍বলেন, ‘ফ্যাশন জগতে আমাদের সুনাম রয়েছে। আমরা শীতের ব্লেজার, টুপিস, থ্রিপিস দিয়ে মানুষের সেবা করে যাচ্ছি। webdbazar.com এখন থেকে আমাদের পণ্য বিক্রি করবে। তাদের দক্ষ টিমকে পেয়ে আমরা আনন্দিত।’

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.