18 C
Dhaka
Friday, December 27, 2024

ব্রাজিলের কাছে ১০-০ গোলে হেরেছে আর্জেন্টিনা!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে একই গ্রুপে পড়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় এই দুই দল। যেখানে আলবিসেলেস্তেদের জালে গুনে গুনে ১০ গোল দেয় সেলেসাওরা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

চিলির ইকুইকে গত ৫ আগস্ট শুরু হয় দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির পর্দা নামবে ১৩ আগস্ট ফাইনাল দিয়ে। ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে এবং কলম্বিয়া। সেমিতে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি আর অপর সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া ও প্যারাগুয়ে। শনিবার (১২ আগস্ট) ভোরে দ্বিতীয় সেমিতে মুখোমুখি ব্রাজিল ও চিলি। তার আগে প্রথম সেমিতে লড়বে প্যারাগুয়ে- কলম্বিয়া।

সকল প্রতিযোগিতাতেই ব্রাজিল-আর্জেন্টিনার মহারন দেখার অপেক্ষায় থাকে ফুটবল প্রেমিরা। এবার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ দেখা গেল চলমান দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ বিচ সকার চ্যাম্পিয়নশিপে। বৃহস্পতিবার (১০ আগস্ট) টুর্নামেন্টটির গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের কাছে ১০-০ গোলে হেরেছে আর্জেন্টিনা।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর