...
Tuesday, April 15, 2025

বঙ্গবন্ধুর জন্ম না হলে আমাদেরকে পাকিস্থানের গোলাম হয়ে থাকতে হতো: শেখ ফজলুল করিম সেলিম

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজও আমাদেরকে পাকিস্থানের গোলাম হয়ে থাকতে হতো।

বাংলার অবিসংবাদিত এ মহাণ নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব আর অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।

আজ যদি জাতির পিতা আমাদের মাঝে বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সবোচ্চ পর্যায়ে অবস্থান করতো। দূর্ভাগ্য এ জাতির।

স্বাধীনতার পরাজিত শক্তি ওই পাকিস্থানের দোষররা  ১৯৭৫ সালের ১৫ আগষ্টে স্বপরিবারে এ মহান নায়ককে নির্মমভাবে হত্যা করে একটি কলঙ্কের অধ্যায় রচনা করে। তারা নস্যাৎ করে দেয় বাঙ্গালী জাতির সকল স্বপ্ন। 

মঙ্গলবার (১৫ই মার্চ) বিকালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সদ্য সমাপ্ত গোপালগঞ্জের উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে পৌর ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

গোপালগঞ্জ পৌর কেন্দ্রীয় ঈদগাহে  পৌরসভার ১২টি প্রকল্প ও ২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন গোপালগঞ্জ ২-আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর শেখ ফজলুল করিম সেলিম।

প্রকল্পের মধ্যে রয়েছে পৌর নিউ মার্কেট, পৌর কমিউনিটি সেন্টার ও পৌর জামে মসজিদ, পৌর কেন্দ্রীয় ঈদ গাহ, দৃষ্টিনন্দন ব্রিজ, পাবলিক হল শপিং কমপ্লেক্স ইত্যাদি।

এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার আয়শা সিদ্দিকা, সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, জেলা আওয়ামী-যুবলীগের সভাপতি জি, এম,সাহাবউদ্দিন আজম, পৌর কাউন্সিলরগনসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.