ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (জানাপা) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি এই নির্বাচনকে “নজিরবিহীন ও ভয়ংকর” বলে আখ্যায়িত করেছেন।
সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় সারোয়ার তুষার অভিযোগ করেন, “যে কায়দায় ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন করা হয়েছে, তা গণতন্ত্র, ন্যায্যতা ও নৈতিকতার ঘোরতর অবমাননা।”
তিনি জানান, ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচন নিয়ে দায়ের করা মামলায় শুরুতে প্রধান আর্জি ছিল নির্বাচন অবৈধ ঘোষণা করে তা বাতিল করা। কিন্তু ৫ আগস্টের পর সেই আর্জি পরিবর্তন করে মামলায় দাবি করা হয়, একজন নির্দিষ্ট ব্যক্তিকে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে।
তিনি বলেন, “গত ৩ বছর ৫ মাসে মোট ৩২টি শুনানির তারিখ নির্ধারণ করা হলেও, এর মধ্যে গত চার মাসেই ১৭ বার শুনানি হয়েছে। হলফনামা সংশোধনের ক্ষেত্রে বাদী নিজে উপস্থিত না থেকে তৃতীয় পক্ষকে পাঠানো হয়, যা সরাসরি আদালতের নিয়ম লঙ্ঘন।”
সারোয়ার তুষার আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন এই মামলার বিবাদী হয়েও মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি। মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকলেও তা না করে দ্রুততার সঙ্গে গেজেট প্রকাশ করা হয়।
“এটি ছিল তড়িঘড়ি করে নিয়ন্ত্রিত ফলাফলের বৈধতা নিশ্চিত করার অপচেষ্টা,” – বলেন তিনি।
সারোয়ার তুষারের মতে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সরকার, রাষ্ট্র ও প্রশাসনের মধ্যে একটি পরিষ্কার বিভাজন সৃষ্টি হয়েছে।
তার ভাষায়, “আগে দল, প্রশাসন, রাষ্ট্র—সব মিলিয়ে ছিল একটি সিন্ডিকেট। এখন রাষ্ট্র ও প্রশাসন পুরনো ফ্যাসিবাদী কাঠামোর অংশ হয়ে গেছে। বর্তমান সরকার অনেক সময় নিজেই বিরোধী দলের ভূমিকা পালন করে রাষ্ট্র ও প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছে।”
তিনি আরও বলেন, “এই অবস্থান অত্যন্ত বিপজ্জনক। এতে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয় এবং জনগণের আস্থা ভঙ্গ হয়।”