23 C
Dhaka
Wednesday, January 15, 2025

ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠিত

চাকুরির খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে উপজেলার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠিত হয়। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যায়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। 

এসময় তিনি সমাবর্তনে উপস্থিত ৬ হাজার ২৮৪ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রী প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১২ জন গ্র্যাজুয়েটকে চ্যান্সেলর, চেয়ারম্যান ও উপাচার্যসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘স্বর্ণপদক’ প্রদান করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গান্ডোলিফ, ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর, বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ড. এম লুৎফরসহ আরো অনেকে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর