Home Uncategorized জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

0
124

মাগুরা প্রতিনিধি: মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগের  বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তলোনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। এ উপলক্ষে প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

সম্মেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিনআল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

সভায় জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীনলীগের সভাপতি আ.ফ.ম  আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি শওকতুজ্জামান সৈকত, আপেল   মাহমুদ, দেবাশীষ শিকদার  শিদ্ধার্থ, যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের, সহ-সম্পাদক মীর সাব্বির, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here