...
Monday, May 19, 2025

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

চাকুরির খবর

জামালপুর প্রতিনিধি: ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) জামালপুর জেলা প্রশাসন এবং জনশক্তি ও কর্মসংস্থান অফিসের আয়োজনে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা, প্রবাসীদের সন্তানদের মাঝে অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল, রাকিবুল হাসান রাসেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আবুল হাসেম, জনশক্তি ও কর্মসংস্থান ব্যাংকের সহকারী পরিচালক ইকরামুন্নাহার হ্যাপী, জামালপুর করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাবেদ রহিম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা ব্র্যাক প্রতিনিধি মনির হোসেন খান, ইসলামিক ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফারুক আহম্মদ, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান, এলায়েন্স ওভারসিজ এর মালিক কামরুল ইসলাম, আইএলও প্রতিনিধি মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুর্শেদা জামান বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীনও আমাদের প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনৈতিক প্রাণ প্রবাহ অব্যাহত রেখেছে।

তিনি বিদেশ যেতে ইচ্ছুকদের প্রতি সঠিক তথ্য উপাত্ত না জেনে কোন দালালের ফাঁদে পা না দেয়ার আহ্বান জানান। কারিগরি দক্ষতা উন্নয়নে টিটিসিসহ বিভিন্ন বেসরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণের অনুরোধ জানান। তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিতে প্রবাসী ও বিদেশগামীদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিদেশগামী ৪০ জন প্রতিনিধি সহ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

অনুষ্ঠান ও সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হুমায়ুন কবীর ও মনিকা আক্তার কে সম্মাননা প্রদান করা হয়। একি সাথে সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংককে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রবাসীদের ৫জন সন্তানের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.