33 C
Dhaka
Wednesday, May 21, 2025

জাপানে অবিবাহিত লোক সন্তান চায় না!

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানী লিমিটেডের জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী চারশত উত্তরদাতার ৪৯ দশমিক ৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ।

জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চায় না। একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার।

সন্তান না চাওয়ার কারণ হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরেছে।

লিঙ্গ ভিত্তিতে ৫৩ শতাংশ পুরুষ ও ৪৫ দশমকি ৬ শতাংশ নারী মা/বাবা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছেন। জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়।

এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনিম্ন আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনিম্ন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর