21 C
Dhaka
Saturday, December 21, 2024

জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন!

চাকুরির খবর

বুধবার সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাশ শহরের প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাতনামা বন্দুকধারীরর হামলায় এই কর্নেল নিহত হন। আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কুদস ঘাঁটির বিবৃতিতে বলা হয়, সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসির সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন। ওই বিবৃতিতে জাওয়ানফারকে আইআরজিসির উপদেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, এ বাহিনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে কর্নেল জাওয়াফনার প্রদেশের সারাভান কাউন্টি সফরে গিয়েছিলেন। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে বুধবারই সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান চালায় আইআরজিসি। প্রদেশের রাস্ক কাউন্টির কাস্তাগ গ্রামে ওই অভিযানের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয় এবং বাকিরা পালিয়ে পাকিস্তানে চলে যায়।

গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গিগোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে। 

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর