27 C
Dhaka
Saturday, March 29, 2025

গোপালগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই নারী আটক

চাকুরির খবর

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। বুধবার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রুপাহাটি গ্রামের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত দুই নারীর পরিচয়ে জানা গেছে,তারা পিরোজপুরের ইন্দুরকানী থানার কালাইয়া গ্রামের ফারুক হাওলাদারের মেয়ে জান্নাতী আক্তার (২০) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দনা গ্রামের জাকির হোসেনের মেয়ে ময়না আক্তার (১৯)।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সুলতান মাহমুদ বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রুপাহাটি চেকপোষ্টে বোরকা পড়া দুই নারীকে আটক করা হয়।

পরে মহিলা পুলিশদের দিয়ে তল্লাশি করলে দুই নারীর পেটে কসটেপ দিয়ে পেঁচানো ৩ কেজি গাঁজা উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর