26 C
Dhaka
Thursday, December 26, 2024

ওয়ালটনের সদর দপ্তর পরিদর্শনে গুগলের প্রতিনিধি দল

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: তিন সদস্যের প্রতিনিধি দলটি গত ২৩ মে হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সদর দপ্তর পরিদর্শনকালে সর্বাধুনিক প্রযুক্তির টিভি উৎপাদনকারী প্লান্ট সরেজমিনে ঘুরে দেখেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওয়ালটন।

প্রতিনিধিদলে সাউথ-ইস্ট এশিয়া বা সাউথ এশিয়া প্যাসিফিক অঞ্চলের গুগল প্লাটফর্মস ও ইকোসিস্টেম পার্টনারশিপস ডিরেক্টর মাহিন সাহিন, প্লাটফর্মস ও ইকোসিস্টেম পার্টনারশিপস প্রধান উসমান শেখ এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কায় গুগলের হেড অব ইন্ডাস্ট্রি গোলাম কিবরিয়া ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও প্রজেন্টেশন দেখাসহ কোম্পানিটির প্রডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন তারা।

এসময় ওয়ালটনের গুগল টিভি ও গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভিতে সবশেষ প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক নতুন ফিচার সংযোজন, গুগল ইকোসিস্টেম ও ওটিটি প্লাটফর্ম ডেভলপমেন্ট বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গুগলের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহিন সাহিন লিংকডইনে বলেন, “বাংলাদেশে আমাদের ওইএম পার্টনার ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করে অভিভূত। তাদের বিশাল উৎপাদন কর্মযজ্ঞ সত্যিই প্রশংসনীয়। লোকাল চ্যাম্পিয়নের ক্ষেত্রে ওয়ালটন এক উদাহরণ সৃষ্টি করেছে।”

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর