29 C
Dhaka
Thursday, April 18, 2024

সেবা নিতে সরকারি দফতরে যেতে হয় না, সরকারি দফতর বাড়িতে: প্রতিমন্ত্রী পলক

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহারের আওতায় এসেছে। প্রযুক্তির প্রসারে জমির পরচা তোলা থেকে শুরু করে পরীক্ষার ফরম পূরণ, বিদ্যুৎ বিল দেয়াসহ প্রায় সব কাজই এখন ঘরে বসে কিংবা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে বসে করা যায়।.

এ জন্য জেলা, উপজেলায় যেতে হয় না। এমনকি আমাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজের ডিজিটাল ল্যাবের মাধ্যমে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে পারে।

তথ্যপ্রযুক্তির দিক দিয়ে দেশ অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, দেশের মানুষকে সেবা নিতে এখন সরকারি দফতরে যেতে হয় না, সরকারি দফতর সবার বাড়িতে পৌঁছে গেছে।

জনগণের মুখোমুখি সেই জনপ্রতিনিধি দাঁড়াতে পারে, যার সততা ও সৎসাহস আছে। জনগণের করের টাকা দিয়ে জনপ্রতিনিধিদের বেতন হয়, ভাতা হয়, সকল কার্যক্রম পরিচালিত হয়। তাই জনগণের সেবা করাই জনপ্রতিনিধিদের দায়িত্ব।

অনুষ্ঠানে মুখোমুখি প্রশ্নোত্তর পর্বে সাধারণ জনগণের প্রশ্নের উত্তর দেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক। তিনি বলেন, অতীতে বিএনপি-জামায়াত সরকার মুখে উন্নয়নের কথা বললেও গড়েছে দুর্নীতির পাহাড়, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছে, অন্ধকারে দেশকে ডুবিয়ে রেখেছে। কৃষকদের সার না দিয়ে গুলি করে হত্যা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের টাকায় গৃহহীনদের বাড়ি দিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছেন, পদ্মা সেতুসহ অসংখ্য সেতু বানিয়েছেন, সড়ক উন্নত করেছেন, নতুন রেলপথ করে যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন। দেশকে উন্নয়নের মহাসড়কে ধাবিত করেছেন।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর