37 C
Dhaka
Tuesday, April 23, 2024

শাহজালাল বিমানবন্দরে পরিদর্শনে সালমান এফ রহমান

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালালে যাত্রীদের ভোগান্তি, লাগেজ চুরি, ঘুষের ঘটনা প্রায়ই উঠে আসে গণমাধ্যমে। এসব বিষয়ে খোঁজ নিতে প্রধানমন্ত্রী নির্দেশে সোমবার শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

বিমানবন্দরের কাস্টমস, ইমিগ্রেশনসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের জানান, সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট নন তিনি।

বিমানবন্দরে যাত্রী সেবার মান বাড়াতে নতুন অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানান তিনি।

দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিমানবন্দরের মাঠ পর্যায়ের কর্মীদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানান সালমান এফ রহমান।

শিগগিরি বিমানবন্দরে ই-গেইট বাস্তবায়ন করার কথা জানান সালমান এফ রহমান। সেবার মান উনয়নে লাগেজের প্রিস্ক্যানিং সিস্টেম চালুসহ বিভিন্ন নির্দেশনা দেন তিনি। নির্মাণাধীন থার্ড টার্মিনালের কাজ শেষ হলে শাহজালাল বিমানবন্দরে বিশ্বমানের সেবা যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

দেশের অবকাঠামো ও ব্যবসার পরিবেশ কাজে লাগিয়ে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। তাই ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে কৃষি, তথ্য প্রযুক্তিসহ বেশকিছু খাতে বিনিয়োগে তাদের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর