37 C
Dhaka
Wednesday, April 24, 2024

লক্ষ্মীপুরে দূর পাল্লার যাত্রী পরিবহনের দায়ে মাইক্রোবাস ও প্রাইভেটকার চালককে জরিমানা

চাকুরির খবর

করোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন না মানায় বিভিন্ন ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে ৭টি মামলা দিয়ে ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

শনিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।

এ সময় দূর পাল্লার যাত্রী পরিবহনের দায়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের চালককে জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে উপস্থিত দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ইউএনও মোহাম্মদ মাসুদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধকল্পে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন লোকজন ও যানবাহন চলাচল করায় তাদেরকে জরিমানা করা হয়।

এছাড়া জকসিন বাজারের অসহায় প্রতিবন্ধী ও নিন্ম আয়ের ১৬ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়েছে। লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর