37 C
Dhaka
Wednesday, April 24, 2024

রাশিয়ার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির চিন্তা প্রত্যাখ্যান

চাকুরির খবর

অনলাইন ডেস্ক: হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে ইউক্রেনের নেতা জানান, ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সাময়িক যুদ্ধবিরতির সুযোগ খুঁজছে।

একে যুদ্ধের সমাপ্তি বলা যেতে পারে। তবে এ ধরনের সাময়িক যুদ্ধবিরতি পরিস্থিতিকে কেবল আরও খারাপ করবে। শুধুমাত্র রাশিয়ান আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের মাধ্যমেই সত্যিকারের বাস্তব, স্থায়ী ও সৎ শান্তি আসবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার (১৮ নভেম্বর) রাশিয়ার সঙ্গে ‘অস্থায়ী যুদ্ধবিরতির’ ধারণা প্রত্যাখ্যান করে জানান, এটি পরিস্থিতিকে আরও খারাপ করবে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মস্কোর ফেব্রুয়ারির আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় নয় মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে এমন কথা প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস আগের দিন জানায়, রাশিয়ার সঙ্গে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারেন।

তবে কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে বিজয়ের সুযোগ নিতে পারে এবং খোলাখুলিভাবে সংঘাতের অবসান ঘটাতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এমনই পরামর্শ দিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি।

- Advertisement -

আরও সাম্প্রতিক খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর